Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কাযালয়, রংপুর এর অধস্তন ঠাকুরগাঁও জোনাল কাযালয় তার অধীন ১৩টি ইউনিট কাযালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন তুলাচাষ সম্প্রসারণ, মান সম্পন্ন বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণ কাযক্র মনিটরিং এবং সমম্বয় সাধন করে আসছে। ঠাকুরগাঁও জোনে বিগত ও বছরে হাইব্রিড জাতের তুলার প্রবর্তন, সারের মাত্রা পূনঃনির্ধারন, বপন সময় এগিয়ে এনে রবি ফসলচাষে চাষিদের সুযোগ সৃষ্টি ও অন্যান্য আধুনিক প্রযু্ক্তি ব্যবহার করে তুলার একর প্রতি উৎপাদন বৃদ্ধিসহ গুনগতমান উন্নয়নে অবদান রাখছে। এতে একদিকে অর্নুবর জমি তুলাচাষের আওতায় আনা সম্ভব হয়েছে, অন্যদিকে চাষিরা আর্থিকভাবে লাভজনক শস্যবিন্যাসকে আগ্রাধিকার প্রদান করে আগাম তুলা বীজ বপনকে উৎসাহিত করা হচ্ছে এবং উদ্যোগের কারণে ঠাকুরগাঁও জোনে বিগত ৩ বছরে যথাক্রমে ২০২০-২১ ,২০২১-২২, ২০২২-২৩  মৌসুমে ১১৭৪, ১২৬৫, ১২৭৫ হেঃ জমিতে তুলাচাষ করে ক্রমান্বয়ে ৩২৯৬ মেঃটন, ৩৩১৫ মেঃ টন এবং ৩৩১৭ মেঃ টন বীজতুলা  উৎপাদন হয়েছে। চলতি ২০২৩-২৪ মৌসুমে ১৩০০ হেঃ জমিতে তুলাচাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।