তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কাযালয়, রংপুর এর অধিনস্ত ঠাকুরগাঁও জোনাল কাযালয় তার অধীন বিভিন্ন ইউনিট কাযালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন তুলাচাষ সম্প্রসারণ, মানসম্পন্ন বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরন ও জিনিং ঋণ বিতরণ কাযক্রম মনিটরিং এবং সমম্বয় সাধন করে আসছে। ঠাকুরগাঁও জোনে বিগত ৩ বছরে হাইব্রিড জাতের তুলার প্রবর্তন, সারের মাত্রা পূনঃনির্ধারন, বপন সময় এগিয়ে এনে রবি ফসলচাষে চাষিদের সুযোগ সৃষ্টি ও আধুনিক প্রযু্ক্তি ব্যবহার করে তুলার একর প্রতি উৎপাদন বৃ্দ্ধিসহ গুনগতমান উন্নয়নে অবদান রাখছে। একদিকে অনুর্বর জমি তুলাচাষেরি আওতায় আনা সম্ভব হয়েছে। অন্যদিকে চাষিরা আর্থিকভাবে লাভবান হয়েছে। ঠাকুরগাঁও জোনের বিভিন্ন এলাকার উপযোগী তুলাভিত্তিক লাভজনক শস্যবিন্যাস সম্প্রসারণ করা হচ্ছে এবং লাভজনক শস্যবিন্যাসকে অগ্রাধিকার প্রদন করে আগাম তুলা বীজ বপনকে উৎসাহিত করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS