Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

খাদ্য শস্য ‍উৎপাদন বাধাগ্রস্থ করে নদী তীরবর্তী ও চর, এলাকার বন্যমুক্ত, বরেন্দ্র এলাকায় ফসলের নিবিড়তা কম এমন উঁচু জমি তুলাচষের আওতায় আনা উচ্চ ফলনসীল হাইব্রিড জাতের তুলার চাষ এলাকা সম্প্রসারণ। গম ভুট্টা, তিল ভিত্তিক শস্য বিন্যাসে তুলাকে অন্তর্ভুক্ত করা এবং ফল বাগানসহ নতুন ফলের বাগানে তুলাচাষ এবং সাথি ফসল চাষে চাষিকে আগ্রহী করা। চাষিদের উন্নত প্রযু্ক্তির উপর প্রশিক্ষণ অব্যাহত রাখা ক্ষুদ্র ও মাঝিরি চাষিদেরকে ঋণ সুবিধা বৃদ্ধি করা এবং তুলাচাষকে জনপ্রিয়করণে ব্যপক প্রচারের ব্যবস্থা গ্রহণ উন্নত কৃষিতাত্বিক সমম্বিত ফসল ব্যবস্থাপনার মাধ্যমে তুলার একর প্রতি ফলন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ- যেমন- গোড়াবাধাই, মাটি পরীক্ষাকরণের মাধ্যমে সারের মাত্রা নির্ধারণ, ফলিয়ার স্পে, মেপাকোয়েট ক্লোরাইড ব্যবহার ও অঙ্গজ শাখা কর্তন ইত্যাদি। আইপিএম এবং সমম্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ কমানো, বগুড়া জোনে জুন মাসের ১৫ তারিখ হতে জুলাই মাসের মধ্যে তুলাবীজ বপন কাযক্রম সম্পন্ন করা এবং আগাম তুলা বপন করে চাষিদেরকে রবি ফসল চাষের সুযোগ সৃষ্টি করা। সঠিক ও সমম্বিত ফসল ব্যবস্থাপনা  গ্রহণের মাধ্যমে তুলা ফসলের জীবনকাল কমিয়ে আনা।